বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার, আবেগঘন বিরাট
সৌরভ রায়
সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলি ডিভা। ছবিতে স্পষ্ট বেবি বাম্প। সেদিকেই নজর অভিনেত্রীর। সঙ্গে লেখা, “নিজের শরীরে একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী-ই বা হতে পারে।”পোস্টটিতে ইতিমধ্যেই ১৮ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। হাজারো কমেন্টে অনুষ্কাকে শুভ কামনা জানানো হয়েছে। আর রোম্যান্টিক স্বামীর মতোই ভারত অধিনায়ক তথা হবু বাবা কোহলি লিখেছেন, “একটা ফ্রেমেই ধরা দিয়েছে আর গোটা পৃথিবীটা।”শুধু অনুষ্কার ছবিই নয়, স্ত্রীর প্রতি বিরাটের ভালবাসাও মন জয় করেছে অনুরাগীদের।
উল্লেখ্য গত মাসেই নেটদুনিয়ায় ছবি পোস্ট করে বিরুষ্কা জানিয়ে ছিলেন সংসারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। সেই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছিলেন সস্ত্রীক ভারত অধিনায়ক। এরপর বিরাট ও অনুষ্কাকে ফের একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যায়, বাবা হওয়ার আনন্দ সতীর্থদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন কোহলি। একসঙ্গে কেক কাটেন অনুষ্কা ও বিরাট। এবার চর্চায় অনুষ্কার নতুন ছবি।
Comments are closed.