স্বাস্থ্যবিধি মেনে সোমবার শুরু সংসদের বাদল অধিবেশন
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনা প্রোটোকল এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অন্যান্য বারের থেকে এবারের বাদল অধিবেশন অনেকটাই আলাদা হবে কার্যপদ্ধতি এবং তার চেহারা নিয়ে। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সংসদের দুই কক্ষের যাতে সামাজিক দূরত্ব বৃদ্ধি বজায় রাখা যায় সেদিকে নজর রাখা হচ্ছে। যে কারণে এবারের বাদল অধিবেশনে একইসঙ্গে দুটি কক্ষ বসছে না। প্রথম দিন লোকসভার কাজ হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং রাজ্যসভার কাজ হবে দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাংসদদের বসার জায়গা করা হয়েছে। অন্যান্য বারের মতো সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার ছুটি থাকছে না এবারের অধিবেশনে। সংসদের বকেয়া কাজগুলি দ্রুত শেষ করার জন্য এবং কম সময়ে যাতে বেশি কাজ করা যায় তার জন্য সপ্তাহে সাত দিনই সংসদ খোলা থাকবে ও স্বাভাবিক কাজ হবে।]
বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সমস্ত সাংসদদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। যে সমস্ত সাংসদদের করোনা নেগেটিভ থাকবে তাদেরই একমাত্র সংসদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবারের বাদল অধিবেশনে থাকছে না প্রশ্নোত্তর পর্ব, তবে সাংসদদের লিখিত প্রশ্নের উত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। জিরো আওয়ারের সময়সীমাও এক ঘণ্টা থেকে কমিয়ে আধঘণ্টা করা হয়েছে।
বিরোধীদের অভিযোগ করোনা অতিমারীকে হাতিয়ার করে বিরোধীদের প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছে মোদি সরকার। ১৯৫২ সালের পর থেকে এই প্রথমবার এমন বিরল ভাবে সংসদের কাজকর্ম করা হচ্ছে। এদিকে সংসদ শুরুর আগে নিয়মমাফিক যে সর্বদলীয় বৈঠক হয়, তাও বাতিল করে দেওয়া হয়েছে। তবে তার আগে রবিবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডাকা হয়। এবারের বাদল অধিবেশনে নয়া শিক্ষানীতি-সহ মোট ১১টি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে বিল আনা হবে। এছাড়াও আরও বেশ কতকগুলি বিল আনার কথা। ইতিমধ্যেই জিরো আওয়ার ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। নয়া শিক্ষানীতি নিয়ে সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই পরিস্থিতিতে সোমবার শুরু হতে চলেছে বাদল অধিবেশন। ফলে দেশের করোনা পরিস্থিতি, লকডাউন, পরিযায়ী শ্রমিক, কর্মসংস্থান-সহ বিভিন্ন বিষয়ে সরকারকে চেপে ধরতে প্রস্তুত বিরোধীরা। অনদিকে অধিবেশন শুরুর আগে রবিবার সংসদের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
Comments are closed.