Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আইপিএল-এর দর্শকশূন্য মাঠেও শোনা যাবে দর্শকদের উল্লাস!

বেঙ্গল ফাস্ট: আইপিএল-এ ব্যাটসম্যান চার-ছয় মারলে বা বোলার উইকেট নিলেও স্টেডিয়ামে দেখা যাবে না দর্শকদের উচ্ছ্বাস। এই নিয়ে ইতিমধ্যে অনেক ক্রিকেটার নিজেদের হতাশা প্রকাশ করেছেন। এই সমস্যার কথা মাথায় রেখে নতুন পন্থা বের করেছে ফ্রাঞ্চাইজিগুলি। ম্যাচ চলাকালীন ভক্তদের আগের থেকে রেকর্ড করে রাখা প্রতিক্রিয়া চালানো হবে স্টেডিয়ামে। ফলে মাঠে সাধারণ টি-20 ম্যাচের মতো আবহাওয়া তৈরি করা যাবে বলে মনে করছে ফ্রাঞ্চাইজিগুলি।

- Sponsored -

মিডিয়ার সঙ্গে কথা বলার সময় এক কর্তা জানান, 8টি দলই ক্রিকেটারদের দর্শকপূর্ণ স্টেডিয়ামের অনুভূতি দিতে চায়। তাই আগের থেকে রেকর্ড করা দর্শকদের, চিয়ার লিডারসদের উচ্ছ্বাস মাঠে বাজানো হবে। তারপর সেগুলি জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে। ওই কর্তা বলেন, “বায়ো বাবলস প্রোটোকল ও স্বাস্থ্যবিধি মেনেই স্টেডিয়াম দর্শকশূন্য থাকবে। তাই এটা ঠিক করা হয়েছে যে কয়েকটি দল চিয়ার লিডারসদের উচ্ছ্বাস রেকর্ড করবে। যেগুলি চার-ছয় বা উইকেটের সময় বাজানো হবে। অন্য দলগুলি ভক্তদের উচ্ছ্বাসের ছোট ছোট ভিডিয়ো তৈরি করবে। ক্রিকেটাররা যখন ক্রিজে ব্যাটিং করবে সেগুলি বাজানো হবে।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.