জয় দিয়ে ইপিএল অভিযান শুরু আর্সেনালের
সৌরভ রায়
ইপিএল ২০২০-২১ মরশুমের প্রথম ম্যাচ প্রাধান্য বিস্তার করেই জিতল আর্সেনাল। ফুলহামকে ৩-০ গোলে হারাল গানার্সরা। দর্শকশূন্য ক্রাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই একাধিপত্য কায়েম করে আর্সেনাল। আট মিনিটের মাথায় প্রথম গোল পায় গার্নাসরা। আলেসান্দ্রে লাকাজেটের বুট থেকে আসে প্রথম সাফল্য। প্রথমার্ধে কোনও দলই আর কোনও গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় আর্সেনাল। এর ফল ৪৯ মিনিটে পাওয়া যায়। গানার্সদের হয়ে দ্বিতীয় গোল দেন গ্যাব্রিয়েল। ৫৭ মিনিটে তৃতীয় গোল দিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন পিয়েরে-এমেরিক আয়ুবামেয়াং।
Comments are closed.