প্রথম ম্যাচেই জমাটি লড়াই, সালাহ-র হ্যাটট্রিকে ৪-৩ গোলে জয়ী লিভারপুল
সৌরভ রায়
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল নতুন মরসুমের প্রথম দিনেই মাঠে নেমেছিল। আর প্রথম ম্যাচেই লিডস ইউনাইটেড বেশ কঠিন পরীক্ষা নেয় অ্যালিসন সালাহদের। যদিও শেষ পর্যন্ত হেরেছে তারা। সাত গোলের এক থ্রিলার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের হয়ে হ্যাটট্রিক করেন মিশরীয় ফরোয়ার্ড মহম্মদ সালাহ। অন্য গোলটি করেন ভ্যান ডাইক। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। তবে ১২ মিনিটের সময় জ্যাক হ্যারিসন গোল করে লিডসকে সমতায় ফেরান। ২০ মিনিটের সময় ভ্যান ডাইক গোল করে ফের লিভারপুলকে এগিয়ে দেন। কিন্তু মাত্র ১০ মিনিটের ব্যবধানেই খেলায় সমতা ফিরিয়ে আনে লিডসের প্যাটট্রিক ব্যামফোর্ড। ৩৩ মিনিটে ফের গোল করেন সালাহ। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে কেলিচের গোলে সমতায় ফেরে লিডস ইউনাইটেড। এরপর ম্যাচের ৮৮ মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে সালাহর হ্যাটট্রিক সূচক গোলটির মাধ্যমে জয় নিশ্চিত করে লিভারপুল।
Comments are closed.