Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজ থেকে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে লিভারপুল

সৌরভ রায়

গত জুলাইয়ে লিগ শেষ হওয়ার দেড়মাস অতিক্রান্ত হতে না হতেই ফের দামামা বেজে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের। শনিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে ২০২০-২১ মরশুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। শনিবার লিগের উদ্বোধনী ম্যাচে অবশ্যই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। প্রতিপক্ষ ১৬ বছর বাদে প্রিমিয়ার লিগের আঙিনায় পা রাখতে চলা লিডস ইউনাইটেড। অর্থাৎ, প্রথম ম্যাচে আর্জেন্তাইন মার্সেলো বিয়েলসার সঙ্গে লিভারপুলের জার্মান কোচ জুর্গেন ক্লপের মগজাস্ত্রের লড়াই। গত মরশুমে একচ্ছত্র আধিপত্য নিয়ে তিন দশক পর চ্যাম্পিয়ন লিভারপুল খেতাব ধরে রাখার অভিযান কীভাবে শুরু করে, দেখার অপেক্ষায় ফুটবল অনুরাগীরা। অন্যদিকে ১৬ বছর পর প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হওয়া তিনবারের চ্যাম্পিয়ন লিডসের কামব্যাক দেখতেও সমানভাবে উৎসাহী ফুটবল অনুরাগীরা।

- Sponsored -

নিজেদের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে শনিবার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। শনিবার ভারতীয় সময় ঠিক রাত ১০টায় লিভারপুল বনাম লিডস ইউনাইটেড ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। ভারতবর্ষে প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। অর্থাৎ, শনিবারও স্টার স্পোর্টস নেটওয়ার্কেই ইপিএলের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে পারবেন অনুরাগীরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.