প্রার্থীদের ফৌজদারি মামলায় আরও কড়া নির্বাচন কমিশন

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
ফৌজদারি মামলা থাকা প্রার্থীদের নিয়ে নির্দেশিকা আরও কড়াকড়ি করল নির্বাচন কমিশন। এই সমস্ত প্রার্থীদের ফৌজদারি মামলা সামনে আনার উপরে জোর দিয়েছে তারা। ফৌজদারি মামলা থাকায় প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেই বৈঠকেই এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফৌজদারি মামলা যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে থাকবে মনোনয়ন জমা এবং ভোট শুরু হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে মোট তিনবার সেই সম্পর্কিত তথ্য বিস্তারিত ভাবে খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেলে প্রকাশ করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
নির্দেশিকায় বলা হয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাবার পর প্রথম চারদিন, পঞ্চম থেকে অষ্টম দিন এবং নবম দিন থেকে প্রচারের শেষ দিন পর্যন্ত ফৌজদারি মামলা থাকা প্রার্থীদের তথ্য প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, “এই সময়সীমা ভোটারদের তাদের ভোট দেওয়ার ব্যাপারে প্রার্থী নির্বাচন করতে সাহায্য করবে।” কমিশনের তরফে আরও বলা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা প্রার্থীদের ক্ষেত্রেও অন্যান্য প্রার্থীদের মতোই ফৌজদারি মামলা সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে।
Comments are closed.