নাইটকে সিপিএল চ্যাম্পিয়ন করে এবার আইপিএল চ্যাম্পিয়ন করাতে আসছেন কিউয়ি কোচ
সৌরভ রায়
আসন্ন মরসুমের আইপিএলে প্রথমবারের জন্যে কলকাতা নাইট রাইডার্স দলে কোচের ভূমিকায় রয়েছেন ব্রেন্ডন ম্যাককুলাম। আইপিএলে আসার আগে ক্যারিবিয়ান লিগে শাহরুখের ত্রিনবাগো দলকে চ্যাম্পিয়ন করে, ভারতের কেকেআর ফ্যানদের ভালো পারফর্ম্যান্সের স্বপ্ন দেখালেন কিউয়ি কোচ। প্রসঙ্গত কোচ হিসেবে এটাই ম্যাককুলামের প্রথম টি-২০ ট্রফি জয়। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরু আইপিএল। কোটি টাকার ক্রিকেট লিগ শুরুর আগে শাহরুখের মুখে হাসি ফোটাল ত্রিনবাগো নাইট রাইডার্স। বাদশার দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল। দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম নেপথ্য নায়ক কোচ ব্রেন্ডন ম্যাককুলাম।
HERO CPL CHAMPIONS 2020! TRINBAGO KNIGHT RIDERS!!! #CPL20 #CricketPlayedLouder #CPLFinal pic.twitter.com/0d5CwkxyBj
— CPL T20 (@CPL) September 10, 2020
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে লিগের সবকটি ম্যাচ জিতে সিপিএল চ্যাম্পিয়ন হল ত্রিনবাগো নাইট রাইডার্স। নিউজিল্যান্ডের কোচ ম্যাককুলামের হাত ধরে টানা ১২ ম্যাচ জিতে ট্রফি জিতে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। বৃহস্পতিবার ত্রিনবাগো নাইট রাইডার্স দলের চ্যাম্পিয়ন হওয়া দেখে ম্যাককুলামের হাত ধরে এবার দীনেশের কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে বলে অনেকে আশা রাখছেন।
Comments are closed.