বাংলা দলে একঝাঁক নতুন মুখ, বাদ কিছু তারকাও
সৌরভ রায়
করোনা পরিস্থিতিতে খেলা বন্ধ থাকলেও বুধবার ঘোষণা হয়ে গেল ২০২০-২১ মরসুমের বাংলা সিনিয়র দল। ৪০ দলের দল ঘোষণা করেছে সিএবি। উল্লেখযোগ্য দলে উঠে এসেছে বেশ কিছু নতুন মুখ।
দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ভারসাম্য রেখে নতুন মুখদের প্রাধান্য দিয়েছে সিএবি। যেমন দলে জায়গা পেয়েছেন কলকাতার ক্রিকেট ময়দানে প্রথমবার ছয় বলে ছয় ছক্কা মারার নায়ক দীপাঞ্জন মুখার্জি, মোহনবাগান দলের অভিজ্ঞ স্পিন বোলার হিসেবে পরিচিত রাজকুমার পাল, পেস বোলার গীত পুরি, মহম্মদ শামির পাশাপাশি দলে রয়েছেন শামির ভাই মহম্মদ কাইফ, অনূর্ধ্ব ২৩ থেকে সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন সন্দীপন দাস, প্রদীপ্ত প্রামাণিক, অভিষেক দাসের মতো তারকা ক্রিকেটাররা। আবার ক্লাব ক্রিকেটে ভালো পারফর্ম করায় সিনিয়র দলে জায়গা করে নিয়েছে শুভম সরকার, অরিত্র চ্যাটার্জি, শুভম চ্যাটার্জি, সুমিত মহান্ত, সুমন্ত গুপ্ত, করণ লাল, দানিশ মির্জা আলম, রবিকান্ত সিং, বিবেক সিং, সায়ন ঘোষরা।
নবীন প্রবীণের সমন্বয়ে দক্ষ দল গঠন হলেও, আবার প্রশ্ন উঠে গেল কিছু তারকা ক্রিকেটারকে ছেঁটে ফেলার কারণ নিয়ে। ৪০ জনের দলেও সুযোগ হল না অভিজ্ঞ অলরাউন্ডার বি অমিত ও ব্যাটসম্যান ঋত্বিক চ্যাটার্জির। গত মরসুমে ভালো খেলার পরেও সুযোগ না হওয়ায় হতবাক তাঁরা। করোনা পরিস্থিতিতে চলতি বছরে খেলা কবে শুরু করা সম্ভব হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সিএবির অনুমতি আসলে করোনা বিধি মেনে অনুশীলন শুরু করতে পারবে ঘোষিত দলের ক্রিকেটাররা।
Comments are closed.