Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বায়ুসেনায় অন্তর্ভুক্ত রাফাল যুদ্ধবিমান, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ভারত-ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : রীতি মেনে ‘সর্ব ধর্ম পূজা’ সম্পন্ন করেই ৫টি রাফাল যুদ্ধবিমানকে বায়ুসেনার স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হল। হরিয়ানার আম্বালা এয়ারবেসে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে যোগ দিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ সেনা আধিকারিকরা।

- Sponsored -

এর আগে দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৯ জুলাই ভারতের মাটি ছুঁয়েছিল ফ্রান্স থেকে উড়ে আসা ৫টি মাল্টিরোল ফাইটার রাফাল জেট। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত আগেই বলেছিলেন, রাফাল ভারতীয় বায়ুসেনার জন্য ‘গেম চেঞ্জার’ হবে। চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে রাফালের মতো মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট হাতে পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের এফ-১৬, জেএফ-২০ ফাইটার জেট ও চিনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ এয়ারক্রাফ্ট চেংড়ু জে-২০-র মুখোমুখি মোকাবিলা করার মতো ক্ষমতা আছে রাফালের।

হরিয়ানার আম্বালা এয়ারবেসে এদিন ধূমধামের সঙ্গে বায়ুসেনার শক্তি প্রদর্শন হল। Su-30 ও জাগুয়ারের সঙ্গে মহড়া চালাল রাফালও। অত্যাধুনিক অস্ত্রসম্ভারে পুরোপুরি সজ্জিত রাফালে যুদ্ধবিমান হরিয়ানার অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হল। এদিনের মহড়ায় ভারত-ফান্সের প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকে ভাদুরিয়া, প্রচিরক্ষা সচিব ড. অজয় কুমার-সহ আরও নানা বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফরাসি প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেন, ফরাসি বায়ুসেনার ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার জেনারেল এরিক অটেলেট ও রাফাল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.