প্রদেশ কংগ্রেসের ব্যাটন ফের অধীর চৌধুরীর হাতে
শোভাঞ্জন দাশগুপ্ত
সোমেন মিত্রের মৃত্যুর পরে ফাঁকা ছিল প্রদেশ সভাপতির পদ। অবশেষে সিদ্ধান্ত নিল এআইসিসি।দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ব্যাটন তুলে দেওয়া হল লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে। বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির নির্দেশে এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান প্রদেশ সভাপতির দায়িত্বে অধীর চৌধুরীর নাম।
আগামী বছর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, তার আগে অধীর চৌধুরী রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ নিঃসন্দেহে কংগ্রেসের পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয় আগামী বছর নির্বাচনে বামেদের সঙ্গে জোট করার বিষয়ে অধীর চৌধুরী যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সে ব্যাপারে নিশ্চিত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
এর আগে ২০১৪ সালে প্রথমবারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হন অধীর চৌধুরী। সে বছরই সেপ্টেম্বর মাসে তাঁকে সরিয়ে দিয়ে বর্ষীয়ান সোমেন মিত্রকে দায়িত্ব দেয় হাইকম্যান্ড। সেই সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরেই গুঞ্জন ছিল। অধীর চৌধুরী বরাবরই তৃণমূল বিরোধী বলে দলের অভ্যন্তরে খবর। তার ওপর বামেদের সঙ্গে তাঁর সখ্যতা সর্বজনবিদিত। কং-বাম জোট রাজনীতিতে প্রধান সেনাপতি অধীর চৌধুরীই। দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেসের দায়িত্ব অধীর চৌধুরীর হাতে তুলে দেওয়ায় ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে কং-বাম জোট রাজনীতি যে অন্য মাত্রা পেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। অধীরবাবুর বক্তব্য, ‘‘আমি কংগ্রেসের সৈনিক। দলের শীর্ষ নেতৃত্বের আস্থা এবং কর্মীদের প্রত্যাশা, দু’টোই পূরণের জন্য চেষ্টার ত্রুটি করব না।’’
এদিকে অধীর চৌধুরী ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ায় অভিনন্দন ও সাফল্য কামনা করেছেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।
Comments are closed.