আইপিএল-এর সুরক্ষা খতিয়ে দেখতে দুবাই উড়ে গেলেন মহারাজ
সৌরভ রায়
আর কয়েক দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। কড়া বায়ো-বাবলের মধ্যে থাকতে হচ্ছে দলগুলিকে। সুরক্ষার কোনও খামতি রাখেনি বিসিসিআই। কিন্তু তাও পুরো পরিস্থিতি সরেজমিনে দেখতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই বুধবার দুবাই উড়ে গেলেন তিনি।
বুধবার নিজের ইনস্টা
গ্রামে একটি ছবি দেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিগোর চার্টার্ড ফ্লাইটের সামনে দাঁড়িয়ে সৌরভ। মুখে জোড়া মাস্ক ও ফেস শিল্ড পরে রয়েছেন তিনি। দেখে বোঝা যাচ্ছে, যথেষ্ট সুরক্ষা নিয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, “আইপিএলের জন্য দুবাই যাওয়ার জন্য ছ’মাস পরে বিমানে উঠছি। জীবন বদলে গিয়েছে।”বিমানের ভিতরে বসেও নিজের ছবি দিয়েছেন দাদা।
Comments are closed.