বিজ্ঞানী পার্থসারথিকে হেনস্থার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ
রূপম চট্টোপাধ্যায়
আগামী ১০ সেপ্টেম্বর মুম্বইয়ে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) দফতরে হাজিরা দেওয়ার জন্য কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর বিজ্ঞানী-অধ্যাপক পার্থসারথি রায়কে সমন জারি করা হয়েছে। ভিমা কোরেগাঁও এলগার পরিষদ মামলায় সাক্ষ্য দিতেই অধ্যাপক রায়কে ১০ সেপ্টেম্বর মুম্বই যেতে বলা হয়েছে। তার আগে ৯ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য কোয়ার্টারে হানা দিয়ে সমন ধরানো হয়েছে হায়দরাবাদের ইউনিভার্সিটি অফ ফরেন ল্যাঙ্গুয়েজের অধ্যাপক সত্য নারায়ণকে। এনআইএ এই সমন জারি করতেই দেশের নানা স্তরে শুরু হয়েছে প্রতিবাদ। সিপিআইএমএল (লিবারেশন), সিপিআইএমএল (রেড স্টার), এপিডিআর, ফোরাম ফর সিভিল লিবার্টি-সহ দেশব্যাপী প্রায় ৩০টির বেশি সংগঠন ১০ সেপ্টেম্বর প্রতিবাদ ও ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছে।
এদের বক্তব্য ব্রিটিশ ভারতে শ্রমিক আন্দোলন ও সামগ্রিক ভাবে স্বাধীনতার দাবিকে দমন করার জন্য মিরাট ষড়যন্ত্র মামলায় দেশের শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের ফাঁসানো হয়েছিল। ঠিক তেমন ভাবেই বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনও কথা বললে বা কোনও সমালোচনা করলে তাকে ভিমা কোরেগাঁও মামলায় ফাঁসানো হচ্ছে। সিপিআইএমএল (লিবারেশন)-এর পক্ষে রাজ্য সম্পাদক ডা: পার্থ ঘোষ বলেছেন, ‘কেন্দ্রের ফ্যাসিস্ট মোদি সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করতেই পার্থসারথির মতো বিজ্ঞানী ও সমাজকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে। এর আগে এভাবেই কবি ও মানবাধিকার সংগঠক ভারভারা রাও-সহ অন্য অধ্যাপক, সমাজকর্মী, সাংবাদিক ও আইনজীবীকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছে, তাঁর অভিযোগ।
অন্যদিকে, গণতান্ত্রিক অধিকার আন্দোলনের কর্মী ও বিজ্ঞানী পার্থসারথি রায়কে এনআইএ-র সমন জারির বিরুদ্ধে এপিডিআর-এর ডাকেও ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ২টোয় মৌলালি মোড়ে জমায়েত ও মাননীয় রাজ্যপালের কাছে প্রতিবাদপত্র পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন প্রতিবাদী গণসংগঠন, সাথী/বন্ধুকে এই উদ্যোগে সামিল হতে বিশেষ অনুরোধ জানিয়েছে এপিডিআর-এর সাধারণ সম্পাদক ধীরাজ সেনগুপ্ত।
Comments are closed.