নিট বাতিলে হস্তক্ষেপ নয়, ফের জানিয়ে দিল শীর্ষ আদালত
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
নিট পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে করা নতুন আবেদনে হস্তক্ষেপ করতে চাইল না শীর্ষ আদালত। ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা হওয়ার কথা। বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ এদিন জানায়, আইনজীবী অলক শ্রীবাস্তবের মাধ্যমে করা এই আবেদন শুনতে ইচ্ছুক নয় শীর্ষ আদালত। মামলা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সবকিছু হয়ে গিয়েছে, এমনকী পুনর্বিবেচনার আর্জি খারিজ করা হয়েছে।
করোনা ভাইরাসের পরিস্থিতি মাথায় রেখে ২০২০-র নিট পরীক্ষা বাতিলের দাবিতে নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ দীর্ঘদিন ধরে অনিশ্চিত থাকতে পারে না, এই মন্তব্য করে ১৭ অগস্ট নিট পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে করা পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যায়। এরপর পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ৬ রাজ্যের মন্ত্রী। যদিও সেই আবেদনও খারিজ হয়ে যায়।
Comments are closed.