ফোটোগ্রাফার অ্যাসোসিয়েশন অফ মেদিনীপুরের উদ্যোগে আগমনি ফোটোশ্যুট
নিজস্ব সংবাদদাতা : আগমনি ফোটোশ্যুট আউটিং হল “ফোটোগ্রাফার অ্যাসোসিয়েশন অফ মেদিনীপুর” (পাম)-এর উদ্যোগে। করোনা আবহে মধ্যে মাস দেড়েক পরে বাঙালির প্রাণের উৎসব কেমন ভাবে উদযাপন হবে সে নিয়ে নানা চিন্তার মাঝেই আগমনীর সুর বেঁধে দিতে এগিয়ে এল পাম। সংস্থার পক্ষ থেকে রবিবার বিকেলে অনুষ্ঠিত হল আগমনি ফোটোশ্যুট ২০২০। মেদিনীপুর শহরের রাঙামাটির রেলব্রিজ ও সূর্যাস্তের হাটের আশপাশ এলাকায় ফটোশ্যুট করা হয়। সংস্থার সমস্ত সদস্যরা উপস্থিত থেকে আগমনি থিমের উপর নানান আঙ্গিকে ফোটোশ্যুট করেন।
পামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আজকের অনুষ্ঠানে ১০জন মডেল অংশগ্রহণ করেন। মেদিনীপুরের পরিচিত ফোটোগ্রাফাররা তথা পামের সদস্যরা উপস্থিত থেকে ফোটোশ্যুট করেন। আগমনি থিমের উপর তৈরি বিভিন্ন মুহূর্তগুলোকে ক্যামেরা ও মোবাইলবন্দি করতে উপস্থিত ছিলেন গৌতম দেব, আজহারুল পাঠান, কৌশিক পাল, সাত্যকী দাশ মহাপাত্র, বিশ্বজিৎ মণ্ডল, নিশীথ দাশ, প্রসূন দে, নরসিংহ দাস, মণিকাঞ্চণ রায়, ইন্দ্রদীপ সিনহা, পরিচয় সামন্ত, মানস কর্মকার, তন্ময় রানবাজ প্রমুখ।
Comments are closed.