Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

৫২ দফা দাবিতে বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন এবিটিএ-র

নিজস্ব সংবাদদাতা : শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে আবারও সোচ্চার হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। মঙ্গলবার বিকেলে এবিটিএ-র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দফতরে ডেপুটেশন দেওয়া হয়। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের এবিটিএ জেলা দফতর গোলোকপতি ভবন থেকে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা মিছিল করে বিদ‍্যালয় পরিদর্শকের দফতরে যান।

- Sponsored -

বাণিজ্যমুখী নয়া কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল করা, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ ও বাণিজ‍্যিকীকরণ বন্ধ করা, ২০১৬-র ১লা জানুয়ারির পরে অবসর নেওয়া শিক্ষকদের​ পেনশন সংক্রান্ত জটিলতা দূর করা, গ্র্যাজুয়েট শিক্ষক, পার্শ্ব-শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন-বৈষম্য দূর করা, ২০১৯-‘২০ আর্থিক বর্ষে ১২ মাস নাকি ১৩ মাসের ট‍্যাক্স সংক্রান্ত জটিলতা দূর করা-সহ মোট ৫২ দফা দাবিতে এদিনের ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ, সভাপতি বিকাশ পট্টনায়েক, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, শিক্ষক নেতৃত্ব মৃণালকান্তি নন্দ, জগন্নাথ খান, সুধাপদ বসু, সত‍্যকিঙ্কর হাজরা প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশনে অংশ নেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.