বার্মিংহামে এলোপাথাড়ি ছুরি হামলা, আহত বেশ কয়েকজন

নিজস্ব সংবাদদাতা : ব্রিটেনের বার্মিংহাম শহরে এলোপাথাড়ি ছুরি হামলায় চাঞ্চল্য। বার্মিংহামের সময় রাত সাড়ে বারোটা নাগাদ পর পর কয়েকটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এই হামলার পিছনে কে বা কারা রয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ ট্যুইট করে জানিয়েছে, ‘‘ছুরি হামলায় বেশ কয়েকজনের আহত হওয়ার বিষয়ে আমরা অবগত। কিন্তু ঠিক কত জন আহত হয়েছেন বা তাঁদের অবস্থা কতটা গুরুতর সে বিষয়ে এই মুহূর্তে বলার মতো অবস্থায় নেই।’’
এলোপাথাড়ি ছুর হামলার পরপরই বার্মিংহাম শহরের একাধিক জায়গা পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে রাস্তা বন্ধ করে নমুনা সংগ্রহের কাজ করছে ফরেন্সিক দল। আহতদের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পৌঁছে দিয়েছে প্যারামেডিক্স টিম। সমস্ত ইমার্জেন্সি পরিষেবাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীর খোঁজ করছে পুলিশ। এর পাশাপাশি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ।
Comments are closed.