করোনা আক্রান্ত বিশ্বের আরও দুই তারকা ফুটবলার

সৌরভ রায়
মারণ ভাইরাসে আক্রান্ত হলেন স্প্যানিশ তারকা দিয়েগো কোস্তা এবং কলম্বিয়ান ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াস। বৃহস্পতিবার রাতে ক্লাবের তরফ থেকে ট্যুইট করে একথা জানানো হয়। ছুটিতে থাকাকালীনই করোনায় আক্রান্ত হয়েছেন এই দুই তারকা ফুটবলার। আপাতত তাঁরা দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন এবং সমস্ত কোভিডবিধি মেনে চলছেন। এদিকে, শুক্রবারই অনুশীলনে উপস্থিত ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে। তবে আক্রান্ত দুই ফুটবলার এবং যাঁরা জাতীয় দলে রয়েছেন তাঁদের পরীক্ষা এখনই হবে না। এদিন ক্লাবের তরফ থেকে ট্যুইট করে লেখা হয়, ‘‘যাঁরা জাতীয় দলে রয়েছেন তাঁদের বাদে দলের প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে।
তবে আক্রান্ত দুই ফুটবলার এবং যাঁরা জাতীয় দলে রয়েছেন তাঁদের পরীক্ষা এখনই হবে না। এদিন ক্লাবের তরফ থেকে ট্যুইট করে লেখা হয়, ‘‘যাঁরা জাতীয় দলে রয়েছেন তাঁদের বাদে দলের প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। দিয়োগো কোস্তা এবং সান্তিয়াগো আরিয়াস করোনায় আক্রান্ত। তাঁরা উপসর্গহীন এবং আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। ছুটিতে থাকাকালীনই মারণ এই ভাইরাসে আক্রান্ত হন তাঁরা। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ এবং কোভিড সংক্রান্ত সমস্ত নির্দেশিকাই মেনে চলছেন দু’জনে। এই পরিস্থিতিতে অনুশীলনে থাকবেন না কোস্তা এবং আরিয়াস। কোয়ারেন্টাইন কাটলেই দলের সঙ্গে যোগ দেবেন দু’জনে।’’
Comments are closed.