আইএসএলে নতুন দল নিতে বিড, ইস্টবেঙ্গলের নাম ঘোষণার অপেক্ষা
বেঙ্গল ফাস্ট: আইএসএলে নতুন দল নিতে বিড ওপেন করল এফএসডিএল। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। দিল্লি, লুধিয়ানা, আমেদাবাদ, কলকাতা, শিলিগুড়ি এবং ভোপাল– এই ছ’টি শহর থেকে একটি দলকে আইএসএলে নেওয়া হবে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে বিড পেপার। এটাই এফএসডিএলের সরকারি ঘোষণা। যদিও বিড যে কেবল ইস্টবেঙ্গলের জন্যই খোলা হয়েছে, তা আর বুঝতে বাকি নেই কারওর। অর্থাৎ দেশের সর্বোচ্চ লিগে খেলার ব্যাপারে ইস্টবেঙ্গলের আর কোনও বাধা রইল না। শীঘ্রই আইএসএলের পক্ষ থেকেও আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
এদিকে, আইএসএল খেলার জন্য এফএসডিএলের কাছে আবেদন করল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হল, আমরা আইএসএল খেলার জন্য প্রস্তুত। সুতরাং আমাদের আইএসএল খেলার অনুমতি দেওয়া হোক। এতদিন ধরে যা জল্পনা-কল্পনা হচ্ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে তারও অবসান ঘটল বলা যায়। এ খবর জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য দেবব্রত সরকার জানিয়ে দিলেন, “আমরা নিয়ম মেনেই এফএসডিএল-এর কাছে আইএসএল খেলার জন্য আবেদন করছি। আশাকরি আমাদের খেলতে দিতে আর কোনও সমস্যা হবে না।”
Comments are closed.