সাঁতরাগাছির খানাখন্দ রেমন্ড রোড সারাই ভীমরতি সংস্থার
শুভাশিস মণ্ডল
হাওড়ার সাঁতরাগাছির রেমন্ড রোডের বেহাল অবস্থায় এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভীমরতি’। বর্ষার মরশুমে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় যাতায়াতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এই রেমন্ড রোড দিয়েই নিত্য যাতায়াত করে লরি, টোটো, রিক্সা ও মোটর সাইকেল। সমস্যাটা বাড়ে রাতের দিকে। অন্ধকারে এই গর্তগুলিতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এই রাস্তাটি আদতে দক্ষিণ-পূর্ব রেলের আওতাধীন। রাস্তার বেহাল অবস্থায় টনক নড়েনি রেলের। মোটের উপর সাঁতরাগাছি স্টেশন থেকেই রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে।
রেমন্ড রোডের শেষপ্রান্তে রয়েছে একটি বেসরকারি মালগাড়ি কারখানা। সেই কারখানার বড় বড় ক্রেন ও ভারী গাড়ি চলাচল করেই বর্ষায় রাস্তার বেহাল অবস্থা। এলাকাবাসীদের অভিযোগ, ‘মালগাড়ি কারখানা কর্তৃপক্ষ রাস্তা ব্যবহার করে ব্যবসার স্বার্থে। কিন্তু কখনও রাস্তা সারাইয়ের ব্যাপারে নজর দেয় না। পাশাপাশি রেলও নজর দেয় না রাস্তার দিকে।’ ঠিক এমনই পরিস্থিতিতে সাঁতরাগাছির অন্যতম সমাজসেবী গোষ্ঠী ‘ভীমরতি’ রাস্তা সারাইয়ের কাজে হাত দিয়েছে। বড় বড় গর্তে ইট বিছিয়ে ভরাট করা হয়েছে। ফেলা হয়ছে সুরকিও। আপাতত বড় বড় দুটি গর্ত ঠিক করলেও আগামী কয়েকদিনেই আরও গর্ত সারাইয়ের কাজে চালিয়ে যাবে ভীমরতি গোষ্ঠী। রক্তদান কর্মসূচি, করোনা সচেতনতা শিবির, লকডাউনে গরিব দুঃস্থদের খাদ্যের ব্যবস্থার পাশাপাশি ভীমরতির এই কর্মোদ্যোগে খুশি এলাকাবাসীরাও।
Comments are closed.