লাদাখ পরিস্থিতি উত্তপ্ত, জানালেন সেনাপ্রধান নারাভানে
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
চিনের সঙ্গে পরিস্থিতি জটিল। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি ফের সামান্য উত্তপ্ত হয়ে উঠেছে। সেনা এবং কূটনৈতিক পর্যায়ে চিনের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। শুক্রবার লাদাখ সফরে গিয়ে এমনটাই জানালেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সেনাপ্রধান বলেন, “গত দুই-তিন মাসে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে। চিনের সঙ্গে আমরা সেনা এবং কূটনৈতিক দুইভাবে আলোচনা চালাচ্ছি। সেই আলোচনা চলছে এবং আগামী দিনেও চলবে। আমরা মনে করি আলোচনার মধ্য দিয়ে মতপার্থক্য মেটানো সম্ভব হবে। আমরা সুনিশ্চিত করব যাতে পরিস্থিতির কোনও বদল না হয় এবং আমাদের স্বার্থ অটুট রাখতে পারব।” তিনি উল্লেখ করেন ভারতের সেনাবাহিনীর নিরাপত্তা এবং সুরক্ষার জন্য কিছু পদক্ষেপ করা হয়েছে।
Situation along China border serious, Indian Army taken ample precautionary steps: Army Chief MM Naravane
Read @ANI Story | https://t.co/CU5hvqctOm pic.twitter.com/9o3VHykqhZ
— ANI Digital (@ani_digital) September 4, 2020
সেনাপ্রধান বলেন, “পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা নিজেদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য কিছু পদক্ষেপ করেছি। আমাদের নিরাপত্তা এবং অখণ্ডতা বজায় রাখতে আমরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করেছি। ভারতের সেনাপ্রধান আরও বলেন, “লে পৌঁছে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। জেসিও ও অন্যান্য সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং প্রস্তুতি খতিয়ে দেখেছি। সেখানকার সার্বিক পরিস্থিতি যাচাই করেছি। সমস্ত রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত সেনাবাহিনী।”
গত এপ্রিল-মে মাসে ফিঙ্গার এরিয়া গালওয়ান উপত্যকা, হট স্প্রিং এবং কংরুম-সহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করলে চিনা সেনাবাহিনীকে বাধা দেয় ভারতীয় সেনাবাহিনী। তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। গত জুনে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হলে উত্তেজনা আরও বাড়ে। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে পাঁচবার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ফল হয়নি।
Comments are closed.