Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্রয়াত মেদিনীপুর কলেজিয়েট স্কুলের জনপ্রিয় শিক্ষক আশিস কর 

নিজস্ব সংবাদদাতা : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিস কর। বৃহস্পতিবার ভোর রাতে (রাত দুটো নাগাদ) পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে অবস্থিত লেভেল ফোর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। দিন কয়েক জ্বর থাকায় গত ৩১ তারিখ কোভিড টেস্টে রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে শালবনিতে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্টজনিত​ সমস্যা হলেও অক্সিজেন দেওয়ায় চিকিৎসায় আশিসবাবু অনেকটাই ভালো ছিলেন বলে খবর। কিন্তু বুধবার রাতে শাসকষ্ট বাড়ে বলে খবর। রাতেই অক্সিজেন সার্পোট ও পরে ভেন্টিলেটর সার্পোট দেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

- Sponsored -

 

বৃহস্পতিবার সকালে দিনের আলো ফোটার আগেই জীববিজ্ঞানের এই জনপ্রিয় শিক্ষকের মৃত্যুসংবাদ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তাঁর পরিচিতরা, ঘনিষ্ঠরা এবং প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণায় মধ্য দিয়ে শোকজ্ঞাপন করতে থাকেন। গোটা মেদিনীপুর শহরজুড়ে নেমে আসে শোকের আবহ। দুপুরে কলেজিয়েট স্কুল চত্বরে বহু ঘটনার সাক্ষী স্কুলের বিখ্যাত বটতলায় প্রয়াত শিক্ষকের প্রতিকৃতিতে মাল‍্যদান করেন বিদ‍্যালয়ের প্রধানশিক্ষিকা হিমানী পয়ড়া-সহ অন্যান্যর শিক্ষকবৃন্দ-শিক্ষাকর্মীবৃন্দ ও প্রাক্তন ছাত্ররা। আশিসবাবু রেখে গেলেন পত্নী শিল্পী কর ও দুই কন‍্যা অঙ্কিতা ও কৃতিদীপাকে। কলেজিয়েট স্কুলেরই​ প্রাক্তন ছাত্র আশিসবাবুদের আদি নিবাস বাঁকুড়া জেলার সারেঙ্গার বিক্রমপুর এলাকায়। বর্তমানে মেদিনীপুর শহরের কর্নেলগোলার বাসিন্দা। আশিসবাবুর মতো একজন কৃতি, জনপ্রিয়, ছাত্রদরদী শিক্ষক মাত্র ৫৭ বছর বয়সে অকালে প্রয়াত হওয়ার গোটা শহর শোকাচ্ছন্ন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.