Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হাওড়া পুরনিগমের ৪৬নং ওয়ার্ডের মন্দিরপাড়ায় করোনা পরীক্ষা

শুভাশিস মণ্ডল

হাওড়া পুরনিগমের (Howrah Municipal Corporation) উদ্যোগে ৪৬নং ওয়ার্ডের মন্দিরপাড়ায় কোভিড-১৯ পরীক্ষা করা হল বৃহস্পতিবার। মোট ৫৬জনের অ্যান্টিবডি পরীক্ষা হয় এদিন। স্থানীয় শ্রীকল্যাণ বিদ্যামন্দিরে এই করোনা পরীক্ষায় বেশ সাড়া পড়ে এদিন। তবে শুরুর দিকে কিছুটা ঢিমেতালে চললেও পরে বাসিন্দাদের স্বতঃস্ফূর্ততায় ৫০জনের বেশি মানুষ করোনা পরীক্ষা করালেন।

 

- Sponsored -

গত কয়েক মাসে সাঁতরাগাছি থানা এলাকার মন্দিরপাড়া, সুলতানপুর এলাকায় করোনায় আক্রান্ত হন অনেকেই। এর মধ্যে করোনায় মারা গেছেন ৩জন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় সচেতনতার পাশাপাশি স্থানীয় চৌরঙ্গী বাজারও বন্ধ রাখতে হয় বেশ কয়েক দফায়। এমন পরিস্থিতিতে করোনা পরীক্ষার উপর জোর দিয়েছে হাওড়া পুরসভা। শাসকদলের স্থানীয় কর্মীদের সহায়তায় সুষ্ঠুভাবে এই মহতী উদ্যোগ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ নাসরিন খাতুনের প্রতিনিধি মাসুদ আলম খান ও গোপাল বেরা।

এদিকে বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৬৮১ জন। সেরে উঠেছেন ১ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। কোভিডে মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ৩৯৪ জনের। এই মুহূর্তে বাংলায় ২৪ হাজার ৩৯ জনের শরীরে করোনা সক্রিয় রয়েছে। রাজ্যে সুস্থতার হার ৮৪.০২ শতাংশ। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৯৪ জনের। এরমধ্যে হাওড়াতেই মৃত্যু হয়েছে ৩৯১ জনের।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.