উচ্চ প্রাইমারিতে নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টে
রূপম চট্টোপাধ্যায়
নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। যার জেরে গত ২০১৯ সালের অক্টোবরে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেয়। ২০১৬ সালে টেটের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতেই গুরুতর দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের মূল বিষয় ছিল টেট পরীক্ষার ওয়েটেজ দিয়ে একদল প্রার্থীর নম্বর বাড়িয়ে মেধা তালিকায় উপরের দিকে জায়গা করে দেওয়া হয়েছে। ফলে বহু সফল পরীক্ষার্থী বঞ্চিত হয়েছে বলে অভিযোগ। বঞ্চিত প্রার্থীরা প্রথমে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানায়। কিন্তু সেখানে সুবিচার না পেয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি ছিল। পরীক্ষার্থীদের পক্ষে এই মামলায় এদিন সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শামীম আহমেদ, বিক্রম ব্যানার্জি ও সুদীপ্ত দাশগুপ্ত। এই রাজ্যে গত দশ বছরে বার বার শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সংঘাত গড়িয়েছে আদালত পর্যন্ত। শুক্রবার আবার মামলার শুনানি। এরপর আদালত রাজ্য সরকারের বক্তব্য শুনবে। তবে প্রার্থীদের আশা হাইকোর্টে তারা সুবিচার পাবেন।
Comments are closed.