ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা
বেঙ্গল ফাস্ট : সুরেশ রায়নার পর এবার লাসিথ মালিঙ্গা। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গা আইপিএল থেকে সরে দাঁড়ালেন। মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের ছেলে হিসেবেই পরিচিত তিনি। কিন্তু ইয়র্কার মাস্টার লাসিথ মালিঙ্গাকে এবার আর পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২০ আইপিএল থেকে নিজের নামটি প্রত্যাহার করে নিয়েছেন মালিঙ্গা। তার এবারের আইপিএলে না থাকার কথাটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
এদিকে মালিঙ্গার পরিবর্তে অজি পেসার জেমস প্যাটিনসনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি জানিয়েছেন, “জেমস প্যাটিনসন আমাদের জন্য ফিট মনে হয়েছে। কারণ এবার আমরা যে কন্ডিশনে খেলব সেই কন্ডিশনে তাঁকে ফিট মনে হয়েছে। কোনও সন্দেহ নেই আমরা মালিঙ্গাকে মিস করব। সে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তির অন্যতম স্তম্ভ। তবে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে মালিঙ্গাকে তার পরিবারের বেশি দরকার।”
Comments are closed.