Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় প্রণব মুখোপাধ্যায়

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

পঞ্চভূতে বিলীন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির লোদি রোডে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় বিশ্ব তথা ভারতীয় রাজনীতির চাণক্যকে। অবসান হল বর্ণময় এক অধ্যায়ের। এর আগে করোনাবিধি মেনে রাজারি মার্গের বাসভবন থেকে লোধি রোড শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার দেহ। গান স্যালুটের পর পিপিই পরে আচারবিধি সারলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। অন্ত্যেষ্টিতে শ্মশানে ছিল খুবই কমসংখ্যক মানুষজনেরা।

- Sponsored -

এর আগে রাজাজি মার্গের বাড়িতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে একে একে শ্রদ্ধা জানান শাসক-বিরোধী সব দলের রাজনীতিকরা। শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, সস্ত্রীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, সিপিআই নেতা ডি রাজা, অরবিন্দ কেজরিওয়াল, মনীশ শিসোদিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রূপা গঙ্গোপাধ্যায়-সহ বহু নেতা-মন্ত্রী ও সাধারণ মানুষ।

বাবার শেষকৃত্যে পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ‘তাঁর উপস্থিতি ছিল আমাদের পরিবারের ভরসা। শুধুমাত্র করুণার জন্য নয়। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে ব্রেনে অস্ত্রোপচারের জন্য। আমাদের তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া ইচ্ছে ছিল। তবে বর্তমান পরিস্থিতির জন্য সেটা সম্ভব হয়নি।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.