Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ক্রিকেট বিশ্বে নয়া রেকর্ড গড়ে চমক পাক অধিনায়কের

সৌরভ রায়

অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ ব্যক্তিগত মাইলফলক ছুঁয়ে ফেললেন। টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০০ ও ১০০০ রানের রেকর্ডটা এককভাবে বাবর আজমের। দ্রুততম দেড় হাজার রানের রেকর্ডের আগে যৌথভাবে ছিল বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চের। এবার তাদের সঙ্গী হলেন পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। তিনজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেছেন ৩৯ ইনিংসে। ৫৬ রানের ইনিংসে কোহলিকে একটা জায়গায় ছাড়িয়ে গেছেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

- Sponsored -

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি গড় এখন বাবর আজমের। অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজমের গড় ৫০.৯০। ৪০ ম্যাচে ১ হাজার ৫২৭ রান করেছেন ২৫ বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যান। ভারত অধিনায়ক বিরাট কোহলির সংগ্রহ ৫০.৮০ গড়ে ২ হাজার ৭৯৪ রান।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড ১৯৫ রান করার পরও জয় নিয়ে তবে মাঠ ছাড়া হয়নি পাকিস্তানের। তবে অধিনায়কের জোড়া রেকর্ড স্পর্শ করার দিন দারুণ মাইলফলক অর্জন করেছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। নবম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দুই হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন। ৯৩ ম্যাচে হাফিজের সংগ্রহ ২ হাজার ৬১ রান।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.