Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সাত দিনের রাষ্ট্রীয় শোক, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

শুভাশিস মণ্ডল

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশে সর্বত্রই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে সরকারি উদ্যোগে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাষ্ট্রীয় শোক।

- Sponsored -

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইটারে দেওয়ামাত্রই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। প্রণববাবুর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতি শ্রীপ্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। ওঁর প্রয়াণে এক যুগের সমাপ্তি। রাষ্ট্রপতি ভবনকে সাধারণের জন্য খুলে দিয়েছিলেন তিনি। আমি শ্রীপ্রণব মুখোপাধ্যায়ের পরিবার, বন্ধু এবং সকল দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।”

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত দেশ। ২০১৪-তে নয়াদিল্লিতে নতুন ছিলাম আমি। প্রথম দিন থেকেই প্রণব মুখোপাধ্যায়ের আশীর্বাদ ও সমর্থন পেয়েছিলাম। ওঁর সঙ্গে প্রত্যেক আলোচনাই আমি যত্ন করে স্মরণ করব। ওঁর পরিবার, বন্ধু এবং দেশের বিভিন্ন প্রান্তে ওঁর সমর্থকদের প্রতি আমার সমবেদনা।’

ভারতীয় রাজনীতির মহীরুহ প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে স্মৃতি রোমন্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন “ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গে একটা যুগের অবসান হল। বহু দশক ধরে একজন অভিভাবকের মতো ছিলেন তিনি। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি। আমার প্রথমবার সংসদে সদস্য হওয়া থেকে শুরু করে তাঁর সঙ্গে অনেক স্মৃতি। মন্ত্রিসভায় আমার বর্ষীয়ান সতীর্থ ছিলেন তিনি, আমি যখন মুখ্যমন্ত্রী তখন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তিনি। প্রণবদার সঙ্গে সাক্ষাৎ ছাড়া দিল্লি অকল্পনীয়। রাজনীতি থেকে অর্থনীতি- উনি সব বিষয়ে কিংবদন্তি ছিলেন। ওঁর কাছে কৃতজ্ঞ থাকব। অভিজিৎ এবং শর্মিষ্ঠার প্রতি আমার সমবেদনা জানাই।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.