Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সুস্থ হয়ে ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। করোনা পরবর্তী অসুস্থতা নিয়ে নয়াদিল্লির এইমস (AIIMS) হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবারই হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়, “করোনা-পরবর্তী অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরোগ্যলাভ করেছেন এবং খুব দ্রুত ছেড়ে দেওয়া হবে তাঁকে।” সেইমতো সোমবার সকালে তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হল।

- Sponsored -

উল্লেখ্য, গত ২ অগস্ট নোভেল করোনায় আক্রান্ত হন অমিত শাহ। সেই সময় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর রিপোর্ট নেগেটিভ আসার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। হাসপাতাল থেকে ফিরেও ক্লান্তি এবং শরীরে ব্যথা অনুভব করছিলেন তিনি। ১৮ অগস্ট গভীর রাতে শ্বাসকষ্ট ও গায়ে ব্যথা শুরু হলে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় এইমসে। কোভিড-পরবর্তী শারীরিক সমস্যার জন্য এইমসের অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে মেডিক্যাল বোর্ড শাহর শারীরিক অবস্থায় নজরদারি চালান। সেখান থেকেই মন্ত্রকের সমস্ত কাজও সারছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শেষমেশ সোমবার সকালে প্রায় দু’সপ্তাহ পর এইমস থেকে ছাড়া পেলেন শাহ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.