Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

স্বাভাবিকের পথে উহান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা : চিনের হুবেই প্রদেশের উহান শহরেই গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সেখান থেকে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এবার উহান শহরকে একেবারে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সরকার স্কুল-সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উহানে নতুন করে সংক্রমণ নেই অনেক দিন। সবকিছুই স্বাভাবিক রূপ ফিরে এসেছে। তাই স্কুল-সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। উহান শহরজুড়ে রয়েছে ২ হাজার ৮৪২টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। তাদের জন্য উদ্বিগ্ন ছিল সেখানকার প্রশাসন। শেষমেশ তাদের ভবিষ্যতের কথা ভেবে খোলা হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, স্কুলে আসা-যাওয়ার সময় যেন তারা মাস্ক পরে। সম্ভব হলে গণ পরিবহন ব্যবহার না করেন।

- Sponsored -

উহানের সরকারের তরফ থেকে শুক্রবার জানানো হয়েছে, মঙ্গলবার থেকে সব স্কুল ও কিন্ডারগার্টেন খোলা হবে। উহান বিশ্ববিদ্যালয়ে খোলা হবে সোমবার। স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরনের সরঞ্জাম মজুত রাখে। তারা যেন যেকোনও ধরনের অপ্রয়োজনীয় জনসমাবেশ না করে। করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিন একটি প্রতিবেদন স্বাস্থ্য কর্তৃপক্ষকে জমা দিতেও নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। উহান শহরজুড়ে রয়েছে ২ হাজার ৮৪২টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। এ ছাড়া চলমান রয়েছে শরৎকাল সেমিস্টারের ভর্তি কার্যক্রম। সব কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে। কোনও অনুষ্ঠান বা এডুকেশানাল কোনও প্রোগ্রাম নেওয়ার আগে স্বাস্থ্য দফতরের পরামর্শ নিতে হবে। করোনার আঁতুড়ঘরে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা চলছিল কয়েক দিন ধরেই। এবার ১৪ লাখ শিক্ষার্থীর জীবনও স্বাভাবিক হচ্ছে।

ছবি ঋণ : ইন্টারনেট

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.