বজবজ কলেজের মেরিট লিস্টেও সানি লিওন, বারাসত গভর্নমেন্টেও ৪ জন পর্ন স্টার
নিজস্ব সংবাদদাতা : আশুতোষ কলেজের মেরিট লিস্টে সানি লিওনের নামের পর বজবজ কলেজে নাম। দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে ইংরেজি অনার্সের ১৫১ তম স্থানে সানির নাম উঠেছে। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কলেজ কর্তৃপক্ষ। তবে মেধাতালিকা থেকে সানির নাম বাদ দেওয়া হয়েছে। আশুতোষ, বজবজ কলেজের পর এবার বারাসত গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্টেও একসাথে ৪ জন পর্ন তারকার নাম। নেট দুনিয়ায় ইতিমধ্যেই যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। তবে কলেজের আসল মেরিট লিস্টে এমন নাম নেই বলে দাবি কলেজের। লিস্ট ডাউনলোড করে তারপর কেউ নাম এডিট করেছে বলেই খবর।
সানি লিওন, মিয়া খলিফা, জনি সিনস, ড্যানি ড্যানিয়েলস-সহ ৪ পর্নস্টারের নাম জ্বলজ্বল করছে বারাসত গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্টে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই ফের সমালোচনা শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে, “কেউ বা একদল ব্যক্তি কলেজের নাম ও ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করছে। মেধা তালিকায় এমন কোনও নাম নেই। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একটি ভুয়ো এডিটেড মেধা তালিকার কপি পোস্ট করে কুৎসা ছড়ানো হচ্ছে! কলেজের ঐতিহ্য ও সুনাম কালিমালিপ্ত এবং কলঙ্কিত করার স্বার্থেই তাদের এমন কাণ্ডকীর্তি।” ঘটনার জেরে ইতিমধ্যেই বারাসত থানার সাইবার ক্রাইম বিভাগে কলেজ কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
যে পোস্টটিকে ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই পোস্টের ছবিতে পর্নস্টারের নামের পাশাপাশি যে রেজিস্ট্রেশন নম্বরগুলো দেওয়া রয়েছে, তা ঘেঁটে দেখা গিয়েছে বাস্তবে সেই রোল নম্বর অনুযায়ী আদতে ছাত্রছাত্রীদের নাম রয়েছে। চূড়ান্ত অপমানিত বোধ করছে ওই তালিকায় থাকা পড়ুয়ারা। বারাসত গভর্নমেন্ট কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments are closed.