বাদল অধিবেশনেই ডিজিটাল মিডিয়া সংক্রান্ত সংশোধনী বিল!

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
আসন্ন বাদল অধিবেশনেই সংসদে আসতে চলেছে ডিজিটাল মিডিয়া সংক্রান্ত সংশোধনী বিল। সংসদ ভবন বা দিল্লিতে কর্মরত ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা এই বিলে উপকৃত হবেন। সূত্রের খবর, PIB বা সংসদ ভবনের অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার জন্য যে নিয়মাবলী রয়েছে, সেগুলিও সংশোধন করা হতে পারে। একাধিক স্ল্যাব ভাগ করা হতে পারে ডিজিটাল মিডিয়াগুলিকে। তাদের পেজ ভিউ অনুযায়ী বিভিন্ন স্লাবে ভাগ করা হতে পারে বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে, এক লক্ষ থেকে ৫ লক্ষ পর্যন্ত মাসিক পেজ ভিউ থাকলে এবং সেই ডিজিটাল সংবাদমাধ্যমটি তিন বছর টানা কাজ করলে বা চালু থাকলে তার একজন প্রতিনিধিকে অ্যাক্রিডিটেশন কার্ড দেবে ভারত সরকার। এছাড়া আরও একাধিক স্ল্যাব ভাগ করে বিভিন্ন নিয়ম লাগু করা হতে পারে।
২০১৪ সালে ক্ষমতায় আসার পরেই ডিজিটাল মিডিয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নগদহীন লেনদেনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ডিজিটাল ইন্ডিয়ার সূচনা করেন তিনি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে টেলিভিশন এবং খবরের কাগজের পাশাপাশি ডিজিটাল সংবাদমাধ্যমেরও রমরমা। ফলে দীর্ঘদিন ধরেই তাদের জন্য নির্দিষ্ট নিয়মাবলী চালু করার দাবি উঠছিল। ১৪ অগস্ট শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। করোনা ভাইরাস এবং নানান স্বাস্থ্যবিধি মেনে এবারের অধিবেশন একটু অন্যরকম হতে চলেছে। সামাজিক দূরত্ব মেনে চলার সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের চলাফেরাও সীমিত করা হচ্ছে।
Comments are closed.