ফাইনাল পরীক্ষা ছাড়া পড়ুয়াদের উত্তীর্ণ করা যায় না, জানাল সুপ্রিম কোর্ট
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসির নেওয়ার নির্দেশ দেওয়াতে তা কোনও মতেই সম্ভব নয় বলেই জানায় বহু রাজ্য। এই নিয়ে মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। সেই মামলার চূড়ান্ত রায়দানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়া কাউকেই পরের বছরে উত্তীর্ণ করা যাবে না। আদালত সাফ জানিয়ে দিল, রাজ্যগুলি বিপর্যয় মোকাবিলা আইনে পরীক্ষা স্থগিত করতে পারে, এবং পরে পরীক্ষার দিন চূড়ান্ত করতে ইউজিসির সঙ্গে আলোচনা করতে পারে, তবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়া পরের বছরে উত্তীর্ণ করা যাবে না। তবে বর্তমানে করোনা ভাইরাস এবং লকডাউন পরিস্থিতি মাথায় রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নাও নিতে পারে রাজ্য সরকার। পরিস্থিতি বিবেচনা করে আপাতত স্থগিত করতে পারে, এবং পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে পরীক্ষার দিন চূড়ান্ত করতে।
করোনা ভাইরাসের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, সেই জন্য পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়ে একাধিক মামলা রুজু হয় সুপ্রিম কোর্টে। তার মধ্যে ছিলেন মহারাষ্ট্রের যুব সেনা নেতা আদিত্য ঠাকরেও। এদিকে তার মধ্যেই ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্যে নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাদের বক্তব্য, ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পরীক্ষা নেওয়া প্রয়োজন। এদিন শুনানিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে আদালতে বলা হয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা একনায়কতান্ত্রিক নয়। তবে রাজ্যগুলি কোনও পরীক্ষা ছাড়া ডিগ্রি দিতে পারে না। এদিনের শুনানিতে রাজ্যগুলিকে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানায়, “যদি রাজ্যগুলি মনে করে, তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারবে না, তাহলে তারা সময় চেয়ে ইউজিসিতে আবেদন করতে পারে।”
Comments are closed.