Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

“আমি আগেই বলেছিলাম”, আরবিআইয়ের মন্দা রিপোর্টে খোঁচা রাহুলের

জয়দীপ সেন

আরবিআইয়ের সাম্প্রতিক রিপোর্ট উল্লেখ করে বুধবার কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। এদিন ট্যুইট করে রাহুল বলেন, “সংবাদমাধ্যমের সাহায্যে মানুষের নজর ঘোরালে সত্যিটা বদলাবে না।” তাঁর দাবি, “আরবিআই সেটাই বলেছে, যেটা আমি মাসখানেক আগে বলেছিলাম।”

- Sponsored -

পরামর্শের সুরে রাহুলের বক্তব্য, “সরকারকে বেশি খরচ করতে হবে, কম ঋণ নিতে হবে। গরিবদের হাতে টাকা তুলে দিতে হবে। উদ্যোগপতিদের কর ছাড় সুবিধা দিলে চলবে না। সাশ্রয় করে অর্থনীতির চাকা ঘোরাতে হবে।” মঙ্গলবার আরবিআই পূর্বাভাস দিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে আরও নিম্নমুখী হবে দেশের আর্থিক গতি। বর্ষার খামখেয়ালিপনা, করোনা সংক্রমণ, লকডাউন আর বিশ্ব বাজারে মন্দা অনুঘটক হিসেবে কাজ করবে।

Rahul snubs Central Government over RBI’s report

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.