সেপ্টেম্বরের ৭, ১১, ১২ পূর্ণাঙ্গ লকডাউন রাজ্যে, বিধি মেনে ট্রেন চালালে আপত্তি নেই রাজ্যের
নিজস্ব সংবাদদাতা : সেপ্টেম্বরের ৭, ১১, ১২ তারিখ রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্র শহরতলির ট্রেন এবং মেট্রো চালু করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এখনও পুরো লকডাউন তোলা যাবে না। তাই নিয়ম মেনে সব পরিকল্পনা করতে হচ্ছে আমাদের।’
এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘বিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয়, তবে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে একসঙ্গে সব নয়। ধাপে ধাপে চালাতে হবে।’ এরই পাশাপাশি দিল্লি, মুম্বই, পুণে, সুরাত-সহ ৬টি শহর থেকে রাজ্যে বিমান চলাচলে নিষেধা়জ্ঞা শিথিল করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, ‘তাজপুর সমুদ্র বন্দর তৈরি করবে রাজ্য সরকারই। এই বন্দর হলে কর্মসংস্থান তৈরি হবে।’ এর আগে কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে তাজপুর সমুদ্র বন্দর প্রকল্প হওয়ার কথা ছিল। কেন্দ্র অর্থ বরাদ্দ না করায় রাজ্যই এই প্রকল্প করবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.