Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কলকাতা পৌরনিগমের প্রশাসক নিয়োগ মামলা খারিজ, হাইকোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য

নিজস্ব সংবাদদাতা : কলকাতা পৌরনিগমের প্রশাসক বসানো নিয়ে আপত্তি জানিয়ে করা মামলার নিষ্পত্তি হল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলাকারী শরদকুমার সিংয়ের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রায়কে স্বাগত জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম।

- Sponsored -

কলকাতা পুরসভার মেয়াদ শেষ হলে ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর’ নিয়োগ করে রাজ্য নগরোন্নয়ন দফতর। সেই নিয়োগকে চ্যালেঞ্জ করেন শরদকুমার সিং। সেই সময় আপৎকালীন পরিস্থিতিতে প্রশাসক বোর্ডকে কেয়ারটেকার হিসাবে স্বীকৃতি দেয় কলকাতা হাইকোর্ট। প্রশাসক বোর্ডকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় ২০ জুলাই পর্যন্ত। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শরদকুমার সিং। শীর্ষ আদালত পরবর্তীতে সেই মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেন। মামলার সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে শুনানি চলে ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট মামলা খারিজ করে জানায়, “অতিমারী পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তাই অর্ডিন্যান্স আনার কোনও প্রয়োজনীয়তা নেই।”

এদিকে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। সল্টলেকের উন্নয়ন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘করোনা এবং আমফান পরবর্তী সময়ে কাজ চালানোর জন্য প্রশাসক বসানো হয়। এই পদ অলংকার বা অহংকার এর জন্য নয়। এই পদ কাজ করার জন্য। অথচ রাজ্যপাল রাজনীতি করছেন। ট্যুইট করে বিরোধিতা করছেন। মিথ্যাচার বাংলার মানুষ মেনে নেবে না। যারা মানুষকে বিপদে ফেলার জন্য হাইকোর্টে গেছিল তাদের পরাজয় হয়েছে। মানুষের জয় হয়েছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.