Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘পুলিশের টুপিতে হাওয়াই চটির ছবি লাগানো উচিত’, অশোক স্তম্ভের অবমাননা করে বিতর্কে বিজেপি সাংসদ

নিজস্ব সংবাদদাতা : ‘পুলিশের অশোক স্তম্ভ লাগানো টুপি পরার যোগ্যতা নেই, অশোক স্তম্ভের বদলে হাওয়াই চটির ছবি ছাপিয়ে মাথায় লাগিয়ে পরা উচিত।’ উত্তর দিনাজপুরের করনদিঘিতে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পুলিশ সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্যে ইতিমধ্যেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধি তথা সাংসদ কীভাবে এই মন্তব্য করেন?

- Sponsored -

মঙ্গলবার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু এবং চোপড়ার কিশোরী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে করনদিঘি থানার সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিজেপি। সেই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ পুলিশকে অশালীন ভাষায় আক্রমণ করলেন। তিনি পুলিশকে আক্রমণ করে বলেন, ‘পুলিশ অপরাধীদের অ্যারেস্ট করতে পারে না। এরা দিদির তাবেদারি করতে, দিদির পা চাটতে, হাওয়াই চটি চাটতে বসে আছে এখানে। পুলিশের অশোক স্তম্ভ লাগানো টুপি পরার যোগ্যতা নেই, অশোক স্তম্ভের বদলে হাওয়াই চটির ছবি ছাপিয়ে মাথায় লাগিয়ে পরা উচিত।’ রাজ্যে ক্ষমতায় এলে এইসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিদান দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

রাষ্ট্রীয় সন্মানসূচক অশোক স্তম্ভকে অবমাননা করে যখন বক্তব্য রাখছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, তখন মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু-সহ জেলা বিজেপি সভাপতিও। পরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে করণদিঘি থানায় ডেপুটেশন জমা দেয় বিজেপির প্রতিনিধি দল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.