Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

করোনা সচেতনতায় শর্টফিল্ম ‘বার্তা- দ্য মেসেজ’

নিজস্ব সংবাদদাতা : সৃজনশীল ভাবনার সাথে সচেতনতার বার্তার মেলবন্ধন ঘটিয়ে মুক্তি পেল শর্টফিল্ম ‘বার্তা- দ্য মেসেজ’। করোনায় যখন মঞ্চ বা প্রেক্ষাগৃহে সেভাবে কোনও অনুষ্ঠান হচ্ছে না, তখন বিভিন্ন অংশের শিল্পীর তাঁদের সৃজনশীল ভাবনা ও শিল্পকর্মকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যেমন হাজির করছেন, তেমনি অনেকেই তার মধ্য দিয়েই নানা সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দিচ্ছেন। এই ধরনের প্রয়াসের সঙ্গে সাযুজ্য রেখেই, করোনা আবহের মধ্যেই মানুষকে আরও সচেতনতার বার্তা দিতে সম্প্রতি মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘বার্তা- দ্য মেসেজ’।

করোনা আবহে স্বাস্থ্যবিধি না-মেনে চলা মানুষদের ঘুরপথে চিঠির মাধ্যমে “জীবন” বা বেঁচে থাকার গুরুত্বের কথা বোঝাতে চাওয়া হয়েছে এই ছবিতে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ার দায়িত্বও যে বড়দের, সে বার্তাও রয়েছে ‘বার্তা- দ্য মেসেজ’ গল্পে।

- Sponsored -

ক্রিয়েশান পিকচার্স-এর ব্যানারে তৈরি এই ছবিটির নির্দেশনা করেছেন সুদীপ্ত দে। পাশাপাশি সৃজনশীল নির্দেশনা দিয়েছেন রাকিবুল হাসান ও সহযোগিতা করেছেন উপাসনা ভট্টাচার্য। ক্যামেরায় ছিলেন সঞ্জয় কুমার সিংহ এবং শুভঙ্কর রায়। সাউন্ড নিয়ন্ত্রণ করেছেন ষষ্ঠী চ্যাটার্জি। আভিনয় করেছেন কৌশিক চক্রবর্তী, দেবাশিস পাত্র, নিশীথ দাস, পিন্টু দাস, শিউলি দাস, শিশুশিল্পী ঈশানী দাস, নন্দিনী মুখার্জি, অক্ষলীনা দাস, নিমাই দে, রাকিবুল হাসান, সুস্মিতা সাঁতরা, রিজওয়ান খান, শ্রীকুমার মণ্ডল, নীল-সহ অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও ছবির বিভিন্ন কাজে যুক্ত থেকে সহযোগিতা করেছেন সমাপ্তি বেরা, স্নেহা দে, সুদর্শন সাঁতরা প্রমুখ।

পরিচালক সুদীপ্ত দে-সহ প্রোডাকশনের সঙ্গে যুক্ত কলাকুশলীদের আশা ৭ মিনিট ৪৮ সেকেন্ডের এই ছবিটি দর্শকদের মন জয় করবে। ইতিমধ্যেই ইউটিউব চ্যানেল-সহ সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। ছবিটি মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে এবং অভিনয়-সহ বিভিন্ন কাজে যাঁরা যুক্ত, সকলেই কিন্তু মেদিনীপুর শহরের বাসিন্দা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.