Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পুলওয়ামা বিস্ফোরণে চার্জশিট এনআইএ-র, নাম জড়ালো মাওলানা মাসুদ আজহারের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

কান্দাহার, মুম্বই হামলার পর আবার পুলাওয়ামা হত্যাকাণ্ড। ভারতে নাশকতা চালিয়ে হত্যালীলা সংঘটিত করার ক্ষেত্রে আবারও একবার নাম জড়ালো মাওলানা মাসুদ আজহারের। এদিন জম্মু আদালতে পুলওয়ামা হত্যাকাণ্ডের চার্জশিট জমা দিল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। ১৩ হাজার ৫০০ পাতার চার্জশিটে প্রায় এক বছর হতে চলা রক্তাক্ত জঙ্গি হামলার পরিকল্পনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে এনআইএ। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে জৈশ-ই-মহম্মদের সদর দফতরে বসে হামলার পুরো পরিকল্পনা করেছিল মাসুদ আজহার ও তার ভাই রউফ আজগর। এছাড়াও আরও ১৮ জনের নাম চার্জশিটে উল্লেখ করেছেন তদন্তকারীরা।

- Sponsored -

মূল অভিযুক্ত জৈশ-ই-মহম্মদ জঙ্গি মাওলানা মাসুদ আজহার

জৈশ-ই-মহম্মদের সদর দফতরে বসে ঠিক হয় কে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে, তার কাছে কীভাবে ২০ কেজি আরডিএক্স (rdx) পৌঁছে দেওয়া হবে, ইত্যাদি পুরো পরিকল্পনাটাই। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, জম্মুর সাম্বা সেক্টর দিয়ে বিস্ফোরক নিয়ে ভারতের মাটিতে ঢোকে জৈশ জঙ্গিরা। বিস্ফোরণের পর উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রীর ছবিও প্রকাশ করা হয়েছে সংবাদমাধ্যমে। গাড়িতে বিস্ফোরক বোঝাই করার পর সেলফি তুলেছিল জঙ্গিরা, সেই ছবিও প্রকাশ করা হয়েছে। ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জৈশ-ই-মহম্মদ জঙ্গিরা, সেই ঘটনায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.