নারদকাণ্ডে ফের নোটিস ইডির, তলব একাধিক তৃণমূল নেতা-নেত্রীকে
নিজস্ব সংবাদদাতা : নারদ কাণ্ডে ফের নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। বিজেপি নেতা মুকুল রায়ের পর শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, অপরূপা পোদ্দার ও রত্না চট্টোপাধ্যায়– এই পাঁচজন তৃণমূল নেতা-নেত্রীকে নোটিস পাঠাল ইডি। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে সাসপেন্ড হওয়া আইপিএস আধিকারিক এসএমএইচ মির্জাকেও।
একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পাঁচ নেতা-নেত্রীকে তাঁদের সমস্ত সম্পত্তির হিসাব-নিকেশ দিতে বলা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কের স্টেটমেন্টও জমা দিতে বলা হয়েছে। ভোটের আগেই দলের জনপ্রিয় নেতামন্ত্রীদের ইডির নোটিস পাঠানো নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।
২০১৬ সালে নারদ স্টিং অপারেশন প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। এর আগেও একাধিক বার জেরার মুখোমুখি হতে হয় তৃণমূল নেতাদের। দলের তরফে দাবি করা হয়, প্রতিহিংসার রাজনীতি করতেই ইডি ও সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। তাই সেই উদ্দেশেই তৃণমূল নেতাদের বারবার তলব করা হচ্ছে। এবার নোটিসও পাঠাল ইডি।
Comments are closed.