Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

৬ মাস পর ফের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কাজের খতিয়ান নেবেন ভার্চুয়ালে

নিজস্ব সংবাদদাতা : প্রায় ৬ মাস পর আজ আবার শুরু করলেন প্রশাসনিক বৈঠক। প্রথম পর্যায়ে দক্ষিণবঙ্গের ৮ জেলা নিয়ে দু’দিনে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জেরে জেলায় গিয়ে নয়, নবান্ন থেকেই জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি লকডাউনের মধ্যে কী অবস্থায় রয়েছে? খামতি কোথায়? একশো দিনের কর্মসংস্থান প্রকল্পে কত মানুষকে যুক্ত করা গিয়েছে? ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কত জন কাজ পেয়েছেন? আমফান দুর্যোগের ত্রাণ ও পুনর্গঠনের কাজ কী অবস্থায় রয়েছে? জেলা স্বাস্থ্য পরিকাঠামোর অসুবিধা নিয়েও আলোচনা হবে বৈঠকে। কথা হবে, কোভিডে আক্রান্ত অর্থনীতিকে নিচুতলায় চাঙ্গা করতে সরকারি নীতি কতটা কার্যকর হয়েছে। বিশেষ ভাবে আলোচনা হওয়ার কথা স্বনির্ভর গোষ্ঠীগুলির সক্রিয়তা নিয়েও।

- Sponsored -

করোনা আক্রান্ত জেলাগুলির মধ্যে এখন শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও করোনা আক্রান্ত হচ্ছেন, সে পরিস্থতিতে কাজের ক্ষতি হচ্ছে কিনা, তাও পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সমস্ত শীর্ষ আধিকারিকরা আজ বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি জোড়া নিম্নচাপের ফলে বন্যা পরিস্থতির আশঙ্কা আছে, তা নিয়েও আগাম সতর্কতা গ্রহণ করা হতে পারে আজকের বৈঠকে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.