গভীর কোমায় প্রণব মুখোপাধ্যায়, জানাল আর্মি হাসপাতাল

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি এবং তিনি গভীর কোমায় আচ্ছন্ন। রবিবার সকালে এমনটাই জানাল দিল্লির আর্মি হাসপাতাল কর্তৃপক্ষ। বুলেটিনে জানানো হয়েছে, “এদিন সকালেও প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছে। তাঁর ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে।
নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে গত ৯ অগস্ট রাতে বাথরুমে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি হন তিনি। এরই মধ্যে কোভিড রিপোর্টও পজিটিভ আসলে সেকথা প্রণববাবু নিজেই ট্যুইট করে জানান। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচারের পর জ্ঞান না ফেরায় পরে গভীর কোমায় চলে যান। এরপর ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে প্রাক্তন রাষ্ট্রপতির। এমতাবস্থায় বাবার শারীরিক চিকিৎসার ব্যাপারে সকলকে ট্যুইটে অবহিত করতে থাকেন প্রণব পুত্র-কন্যা অভিজিৎ ও শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সকলকে প্রণববাবুর আরোগ্য কামনায় প্রার্থনা করতেও বলেন তাঁরা।
Comments are closed.