Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবহণ ও যাতায়াতে ছাড় কেন্দ্রের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

- Sponsored -

দেশজুড়ে এখন চলছে আনলক প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকার জানতে পেরেছে, আনলক পর্বেও বিভিন্ন রাজ্যে এলাকায় এলাকায় লকডাউন জারি থাকছে। ফলে পণ্য চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি জনসাধারণও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না। এই পরিপ্রেক্ষিতে পণ্য ও জনসাধারণ চলাচলে অবশেষে গতি আনতে সক্রিয় হল কেন্দ্র। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে জানালেন, যেন পণ্য ও মানুষের আন্তঃরাজ্য এবং অন্তঃরাজ্য চলাচলে বাধা না দেওয়া হয়। রাজ্যগুলিকে লেখা চিঠিতে অজয় ভাল্লা লেখেন, “বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গিয়েছে যে, বিভিন্ন জায়গায় স্থানীয় স্তরে জেলা ও রাজ্য প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে আন্তঃ রাজ্য পণ্য ও পরিষেবা সমস্যার মুখে পড়েছে। যে কারণে অর্থনৈতিক কার্যাবলী, কর্মসংস্থান এবং পণ্য ও পরিষেবায় ঘাটতি দেখা দিচ্ছে।”

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠিতে আরও লেখেন, এই ধরনের নিষেধাজ্ঞা ‘২০০৫ বিপর্যয় মোকাবিলা আইনে’র বিরোধী। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, “সেই জন্যই আমি অনুরোধ জানাচ্ছি, পণ্য ও পরিষেবা এবং মানুষের আন্তঃরাজ্য এবং অন্তঃরাজ্য চলাচলে কোনও বিধিনিষেধ আরোপ করা যাবে না, যাতে উল্লেখিত স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা পালন করা হয়।” স্বরাষ্ট্র সচিব আরও জানান, প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি আচ্ছে, সেখানে যাওয়ার জন্য যদি কেউ সীমান্ত পার হন, তাঁর বিশেষ অনুমতি বা ই-পারমিট লাগবে না।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.