‘ভারতের ভাঁড়ার থেকে অর্থ চুরি’, রাফাল নিয়ে ফের তোপ রাহুল গান্ধির

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
নিজস্ব সংবাদদাতা : রাফাল নিয়ে আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাহুল গান্ধি। রাফাল চুক্তিতে ভারতের ভাঁড়ার থেকে টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এদিন ট্যুইটারে রাহুল গান্ধি লেখেন, “রাফালে ভারতের ভাঁড়ার থেকে অর্থ চুরি করা হয়েছে”। পাশাপাশি মহাত্মা গান্ধির বাণীও যোগ করে রাহুল লেখেন, “সত্য একটাই, রাস্তা আলাদা”।
Money was stolen from the Indian exchequer in Rafale.
“Truth is one, paths are many.”
Mahatma Gandhihttps://t.co/giInNz3nx7— Rahul Gandhi (@RahulGandhi) August 22, 2020
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ৭ হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ভারতের মাটি স্পর্শ করেছে রাফাল যুদ্ধবিমান। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর, ২০১৬-র ২৩ সেপ্টেম্বর ফ্রান্সের সংস্থা দাসো-র ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য মোট ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করে নরেন্দ্র মোদি সরকার। চুক্তির অফসেট সংস্থা বরাত দেওয়া নিয়ে সংসদের ভিতরে বাইরে বিতর্কের ঝড় ওঠে। লোকসভা নির্বাচনের প্রচারে উঠে আসে রাফাল যুদ্ধবিমান প্রসঙ্গ। শেষ পর্যন্ত ভারতে আসে প্রথম কিস্তির রাফাল যুদ্ধবিমান। এদিন আবারও সেই প্রসঙ্গ তুলে পদ্মে কাঁটা ফোটানোর চেষ্টা করলেন রাহুল গান্ধি।
Comments are closed.