‘ধেড়ে’ গিরগিটি! লকডাউনের রাতে বাঁকুড়ায় উদ্ধার বিরল প্রজাতির প্রাণী

বুধন কর্মকার
টানা দু-দিন ধরে চলেছে লকডাউন। তার মধ্যেই বাঁকুড়ার গ্যামারডিহি গ্রাম থেকে উদ্ধার হল এক বিরল প্রজাতির প্রাণী। দেখতে অনেকটা গিরগিটির জাতীয় সরীসৃপের মতোই। রঙটা সবুজ। অদ্ভুতদর্শন সরীসৃপের মুখ গিরগিটির থেকে বেশ খানিকটা বড়। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার ছাতনা এলাকার গ্যামারডিহি গ্রামের এক বাসিন্দার ঘর থেকে উদ্ধার করা হয় প্রাণীটিকে।
সূত্রের খবর, ওই গ্রামের সুশীল চিত্রকর নামে এক বাসিন্দার বাড়িতে দেখা যায় ধেড়ে গিরগিটি জাতীয় সরীসৃপটিকে। সুশীলবাবু সেটিকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। দেরি না করে বন দফতর আধিকারিকেরা ভারতীয় মানবাধিকার সংঘের সদস্যদের সঙ্গে পৌঁছন তাঁর বাড়িতে। এরপর একটি জালের বাক্সের মধ্যে ভরে উদ্ধার করা হয় সেটিকে। বৃষ্টিতে কীভাবে কোথা থেকেই বা সরীসৃপটি এল তা নিয়ে আশেপাশে চাঞ্চল্য ছড়িয়েছে।
এই প্রসঙ্গে ছাতনা বন দফতর বিটের আধিকারিক প্রদীপ কুমার শিকদার জানিয়েছেন বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর সরীসৃপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। টানা লকডাউনে কিম্ভূতকিমাকার প্রাণীকে নিয়ে গ্যামারডিহিতে শুরু হয়েছে জল্পনা।
Comments are closed.