কোভিড ১৯-এ মৃত্যু কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের
নিজস্ব সংবাদদাতা : করোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের। মৃত অ্যাসিস্ট্যান্ট কমিশনার উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় কলকাতার মধ্য ডিভিশনে কর্মরত ছিলেন। শুক্রবার পুলিশ সূত্রে খবর, ভোর তিনটে নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই শীর্ষ আধিকারিকের। বেসরকারি হাসপাতালে ভেল্টিলেশনে ছিলেন তিনি।
Extremely saddened to share the news of untimely demise of an outstanding Officer ACP (Central Div) UdayShankar Banerjee who was under treatment in hospital due to COVID-19 #TeamKP stands by the family of the deceased Officer #Sad #CoronaMartyr #RIP pic.twitter.com/LEeUmdnjmA
— CP Kolkata (@CPKolkata) August 21, 2020
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর, সর্দি নিয়ে ভুগছিলেন উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। কয়েক সপ্তাহ আগে অসুস্থ বোধ করায় মধ্য কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাঁর শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। কমে যায় শরীরে অক্সিজেনের মাত্রাও। এরপর তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ ধরা পড়ে। তারপরই কলকাতা পুলিশের এই শীর্ষ আধিকারিককে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। সেখানেই শুক্রবার ভোর তিনটে নাগাদ মৃত্যু হয় উদয়শঙ্করবাবুর।
কলকাতা পুলিশে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৮০০ জন। শীর্ষ আধিকারিক উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কিছুটা অস্বস্তিতে রয়েছে লালবাজারের অন্দরমহল। সামনের সারির সহকারীর মৃত্যুতে বেড়েছে আতঙ্কও। কর্মীরা পরপর করোনা আক্রান্ত হওয়ায় সুরক্ষার স্বার্থে লালবাজারের ভিতরেই তৈরি হয়েছে পৃথক আইসোলেশন সেল।
Comments are closed.