বিশ্বভারতী কাণ্ডে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, রাজধানীতে একজোট প্রবাসী বাঙালিরা
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় এবার প্রতিবাদের ঝড় দিল্লিতে। চিত্তরঞ্জন পার্কের ২ নম্বর বাজারে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সভা করলেন রাজধানীর প্রবাসী বাঙালিরা। তাঁদের অভিযোগ, বিশ্বভারতীতে সম্প্রতি ঘটে চলা পরিস্থিতিতে কবিগুরুর মহিমা ও মাহাত্ম্য ক্ষুণ্ণ হচ্ছে। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবিও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। বিশ্বভারতীর মতো একটি উৎকৃষ্ট মানের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন প্রবাসী বাঙালিরা।
দিল্লির প্রতিবাদ সভায় উপস্থিত সমাজকর্মী ভাস্কর চক্রবর্তী বলেন, “এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা করেছে, সেটি গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ। তার মধ্যে কেন রাজনীতি টেনে আনা হয়েছে।” বিশ্বভারতীর পাঁচিল ভাঙার নিন্দা করে সমাজকর্মী স্নিগ্ধা রায় বলেন, “এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা করি। প্রবাসী হলেও বাংলা আমাদের হৃদয়ে রয়েছে।”
দিল্লিতে যখন প্রতিবাদ সভা হচ্ছে ঠিক সেই সময় কলকাতাতেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনায় সরব হলেন বাংলার সংস্কৃতিকর্মীরাও। শঙ্খ ঘোষ, তরুণ মজুমদার, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, অরুণ মুখোপাধ্যায়, ওয়াসিম কাপুর, মেঘনাথ ভট্টাচার্য, কল্যাণ সেন বরাট, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, শমীক বন্দ্যোপাধ্যায়, হিরণ মিত্র-র মতো বিশিষ্টজনেরা কবিগুরুর আশ্রমে অরাজকতা নিয়ে সরব হয়েছেন।
Comments are closed.