Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বাংলায় করোনায় সুস্থ ৯৫ হাজারের বেশি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ১৬৯

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৬৬৩ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৫.৯৭ শতাংশ। এখনও পর্যন্ত মোট ১৪ লক্ষ ১৬ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হল। প্রতি ১০ লক্ষ জনসংখ্যার অনুপাতে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৪০। আর রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৬৭৮ জন। এদিকে, অল্প কয়েকদিনে মোট ৩৪ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে জেলাগুলির মধ্যে এখনও শীর্ষে কলকাতা।

- Sponsored -

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৫ হাজার ৯২২ জন। বুধবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে ৩ হাজার ১৬৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আরও ৫৩ জন প্রাণ হারিয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট ২ হাজার ৫৮১ জন এই মারণ ভাইরাসের বলি হলেন। সংক্রমণের লাগাম টানতে রাজ্যে চলছে পরপর দু’দিনের লক ডাউন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.