দলের প্রাক্তন ফুটবলারই বার্সার নয়া কোচ
বেঙ্গল ফাস্ট : সরকারিভাবে নতুন কোচের নাম ঘোষণা করল কাতালান ক্লাবটি। আর কেউ নন, বার্সার নতুন ম্যানেজার হলেন দলেরই প্রাক্তন ফুটবলার রোনাল্ড কোম্যান, যিনি কিনা এতদিন পর্যন্ত নেদারল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন। ভালভারদেকে ছাঁটাই করা হয়েছিল সেই জানুয়ারিতেই। তাঁর চাকরি যাওয়ার পর দায়িত্বে আসেন কিকে সেতিয়েন (Quique Setien)। কিন্তু মাত্র সাত মাস পরেই তাঁকে বিদায় করছে ক্লাব। এবার দায়িত্ব দেওয়া হল ক্লাবেরই প্রাক্তন ফুটবলার কোম্যানকে। আপাতত তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করেছে বার্সা।
🙌 ¡Bienvenido a casa, @RonaldKoeman!
💙❤️ #KoemanCuler— FC Barcelona (@FCBarcelona_es) August 19, 2020
কোম্যান ফুটবলার হিসেবে মোট ৬ বছর খেলেছেন বার্সেলোনার জার্সিতে। খেলোয়াড় হিসেবে বার্সার হয়ে মোট চারটি লা লিগা জিতেছেন তিনি। কোচ হিসেবে বেশ কয়েক মরশুম কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। সাউদাম্পটন এবং এভারটনের কোচিং করিয়েছেন কোম্যান। ২০১৮ সালে তিনি নেদারল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নেন। কিকে সেতিয়েনকে ছাঁটাই করার পর কোম্যানকে প্রস্তাব দেয় বার্সা। নিজের প্রিয় দলে কোচিং করানোর সুযোগ পেয়ে আর না করতে পারেননি কোম্যান। আগামী মরশুমে মেসিদের ফের ট্রফি এনে দেওয়ার দায়িত্ব
তাঁর কাঁধেই।
Comments are closed.