মুচিবাজারে ডালপট্টিতে রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা
নিজস্ব সংবাদদাতা : মুখে ধারালো অস্ত্রের একাধিক ক্ষত চিহ্ন। রক্তে ভেসে যাচ্ছে গলাও। মুচিবাজারে ডালপট্টি থেকে আজ সকালে উদ্ধার হয় ক্ষত-বিক্ষত একটি দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, খুনই করা হয়েছে রাহুল সাউ নামের ওই ব্যক্তিকে। বয়স ৪০-এর কোঠায় বলে অনুমান করছে পুলিশ। তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা।
উলটোডাঙা থানা এলাকার বাজারে রয়েছে বেশ কয়েকটি ডালের গোডাউন। ওই এলাকাটি ডালপট্টি নামেও পরিচিত। কাজ করেন স্থানীয় এবং বাইরের বহু যুবক। আজ সকালেও অন্যান্য দিনের মতো কাজের জায়গায় যান তাঁরা। এক কর্মী দেখেন, ওই গো-ডাউনের ভিতর পড়ে রয়েছে রাহুলের নিথর দেহ। রক্তে ভেসে যাচ্ছে। মুখে ক্ষতের চিহ্ন রয়েছে। গভীর ক্ষত গলার কাছেও। এছাড়াও শরীরে একাধিক ক্ষত। রক্তাক্ত দেহ দেখে ভয় পেয়ে যান ওই কর্মী। অন্যান্য কর্মীদের খবর দেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
Comments are closed.